

করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ প্রায় দুই মাস ১০ দিন জনসাধারণদের জন্য বন্ধ থাকার পর আগামী কাল রোববার খুলে দেওয়া হচ্ছে মুসলমানদের দ্বিতীয় পবিত্র মসজিদ সৌদি আরবের মসজিদ-আন-নববী।
৩১ মার্চ মোতাবেক ১৪৪১ হিজরির ৮ শাওয়াল (রোববার) থেকে খুলে দেয়া হবে পবিত্র এ মসজিদটি। তবে মসজিদে নববি খুলে দেয়া হলেও যথারীতি বন্ধ থাকবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) ও হারামাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে – সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে।
স্বাস্থ্যবিধীগুলো হলো –
- প্রত্যেককে মাস্ক পড়ে মসজিদে আসতে হবে।
- বাচ্চাদের মসজিদে আনার কোন অনুমতি নেই।
- প্রত্যেক কাতারের মুসুল্লিদের মধ্যে একটি সারি ফাঁক থাকবে।
- জমজমের পানি সরবরাহ স্থগিত থাকবে।
- মসজিদে মোট ধারণ ক্ষমতার ৪০% মুসুল্লি আসতে পারবে।
- কোনধরণের ইফতার বা খাবার পরিবেশন স্থগিত থাকবে।
- রাওয়াদাহ এবং রিয়াদ আল জান্নাত দদর্শন স্থগিত থাকবে।
- সকল গালিচা সরিয়ে মার্বেল ফ্লোরে নামাজ আদায় করা হবে।
প্রসঙ্গত : সর্বশেষ তথ্যমতে গত ২৪ ঘন্টায় সৌদি আরবে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৮১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। দেশটিতে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন – ৮১ হাজার ৭৬৬ জন এবং সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৪৫৮ জন। একই সাথে দেশটিতে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ হাজার ১৩ জন।
এইচআরআর/পাবলিক ভয়েস