ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৫জন করোনা রোগী ছিলেন

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ৫জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তাদের পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ পাওয়ার তথ্যমতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ডিউটি অফিসার কামরুল ইসলাম রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালের নিচতলায় এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫জন নিহত হয়েছে। নিহতরা করোনা রোগী ছিলেন।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

/এসএস

মন্তব্য করুন