

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ ২৫ মে ২০’, ১ শাওয়াল ১৪৪১ হিজরি সোমবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও আজ ঈদ উদযাপন হচ্ছে।
চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রক্ষায় খোলা মাঠের পরিবর্তে পৃথিবীর বিভিন্ন দেশে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
সৌদি আরবেও মসজিদে ঈদের নামাজের জামাত হবে। সৌদি আরবের দুই পবিত্র পবিত্র মসজিদ বাইতুল্লাহ এবং মদিনার মসজিদে নববীতেও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
মক্কা শরীফে মসজিদ আল হারামে ঈদের জামাতের ইমামতি করবেন শায়খ সালেহ বিন হুমায়েদ। স্থানীয় সময় সকাল ৫টা ৫৫মিনিটে ক্বাবা শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে মদিনায় মসিজেদ নববীতে স্থানীয় সময় সকাল ৫টা ৪৯ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মদিনায় নববীতে ইমামতি করবেন আব্দুল্লাহ আল বুই’যান।
শনিবার রাতে হারামাইনা-শরীফাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হারামাইন-শরীফাইন এর অনলাইন অফিসিয়াল মুখপাত্র haramainsharifain.com এবং Haramain Sharifain ফেসবুক এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের ন্যায় সিঙ্গাপুর ও প্রচ্যের সাথে পাকিস্তানেও আজ রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৩ মে) রাতে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মুফতী মুনিবুর রেহমান শনিবার পাকিস্তানে চাঁদ দেখার ঘোষণা দেন।
পরে দেশটির ফেডারেল ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী (সাবেক সম্প্রচার মন্ত্রী) ফাওয়াদ চৌধুরী সংবাদ ব্রিফিং করে ঈদ উদযাপনের ঘোষণা দেন।
আজ রোববার চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
সংশ্লিষ্ট খবর:
পাকিস্তানে আজ উদযাপিত হচ্ছে ঈদ
/এসএস