

শুক্রবার সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার দেশটিতে রমযানের ৩০দিন পূর্ণ করা হবে। সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামী রোববার।
সৌদি আরবের আকাশে আজ শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আজ শনিবার পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববীতে রমযানের শেষ তারবীহ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (আজ ২২ মে) সন্ধায় (বাংলাদেশ সময় রাতে পৌনে দশটায়) হারামাইন-শরীফাইন এর অফিসিয়াল মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
হারামাইন-শরীফাইন জানায়, মসজিদ আল হারামে তথা বাইতুল্লাহ শরীফে সর্বশেষ তারাবীহ নামাজে ইমামতি করবেন শায়খ আব্দুল্লাহ দোসারি ও শায়খ আব্দুল্লাহ জুহানি। অন্যদিকে মদিনায় মসজিদে নববীতে ইমামতি করবেন, শায়খ খালিদ মুহান্নান ও শায়খ আহমাদ হুযাইফি।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের আকাশে আগামীকাল ২৯ রমযানে চাঁদ না দেখার সম্ভাবনা বেশি। সেই হিসেবে বাংলদেশেও ত্রিশ রোজা পূর্ণ হয়ে আগামী সোমবার ২৫ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
/এসএস