

পাবলিক ভয়েস : সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন দলের মনোনয়নপ্রত্যাশীরা।
আগামী রোববার বিকাল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে। এদিকে গত তিন দিনে এক হাজার ৩৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৬০০ জন। গতকাল বিক্রি হয়েছে ৩২৬টি ফরম। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা হিসেবে এ পর্যন্ত দলের ফান্ডে আয় হয়েছে চার কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা।
গত মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু করে আ.লীগ। ক্ষমতাসীন দলটির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র তুলতে গত তিন দিনে উপচে পড়া ভিড় ছিল আ.লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে। দলের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত নেত্রীরা ছাড়াও রুপালি জগতের তারকাও লাইন ধরে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র।
দ্বিতীয় দিন : এখানে ক্লিক করুন