

পবিত্র রমযান মাসের মধ্যেই গতকাল মঙ্গলবার ফিলিস্তিনিদের সহায়তা করা সংগঠন পিএলও কর্মকর্তা, সাংবাদিক, ও মানবাধিকার কর্মীসহ জেরুজালেম থেকে ২০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইহুদীবাদী ইসরাইল। খবর কুদস নিউজের।
খবরে বলা হয়- দখলদার ইসরাইলী বাহিনী প্রথমে ফিলিস্তিনি অফিসার, সাংবাদিক, এবং মানবাধিকার কর্মীদের বাড়িঘর ভেঙে তাদের ল্যাপটপ ও সেলফোন বাজেয়াপ্ত করার পরে আজ সকালে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ফিলিস্তিন মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটি সংগঠনের সেক্রেটারি-জেনারেল বিলাল নাটশেহ সহ ২০ জন ফিলিস্তিনি রয়েছে।
গ্রেফতার তালিকায় রয়েছে নাটশেহের সহকারী ইমাদ আওদ ও ইমাদ আশাব ও সাংবাদিক তমির ওবাইদাত ও রানিয়া হাতেম এবং ব্যবসায়ী মোস্তফা আবু জোহরাসহ অনেকেই।
দখলদার ইসরাইলী পুলিশ জানিয়েছে যে, ইসরাইলের নির্ধারিত আইন অমান্য করে এই সংগঠনের লোকজন রমযানে ফিলিস্তিনিদের সহায়তা দিচ্ছিলো তাই গ্রেফতার করা হয়েছে।
আরআর/পাবলিক ভয়েস