করোনার ভ্যাকসিন পরীক্ষা অংশ নেওয়া ‘গ্রানাটো’ সুস্থ এবং পর্যবেক্ষণে আছেন

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
ছবি: BBC/PA

অক্সফোর্ডে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় সর্বপ্রথম স্বেচ্ছায় অংশ নেওয়া ড. গ্রানাটো মারা গেছেন বলে সামজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়াকে গুজব বলে জানিয়েছে বিবিসি।

আজ বুধবার (২৯ এপ্রিল) সর্বশেষ তথ্যে জানা যায়, ড. গ্রানাটো সুস্থ আছেন। ইতালীয় গণমাধ্যম informazione.it আজ বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় এক প্রতিবেদন করেছে এলিসা গ্রানাটোকে নিয়ে।

নিজের টুইটারএকাউন্টে এলিসা নিজেও সুস্থতার কথা জানিয়েছেন। এলিসা গ্রানাটো লিখেছেন, ভ্যাকসিনটিতে COVID-19 থাকে না, কেবলমাত্র একটি ছোট্ট একটি পৃথক এবং অ-ক্ষতিকারক ভাইরাস থাকে যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এবং এটি ভাইরাসটি ছড়িয়ে পড়া থেকে বাধা দেয়।

এছাড়াও টুইটারে এলিসা গ্রানাটো চিকিৎসকদের সেবা প্রদানে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজেকে এই পরীক্ষায় অংশ গ্রহণ করানোয় সন্তুষ্টি প্রকাশ করেন।

এর আগে গত রোববার (২৬ এপ্রিল) বিবিসি জানিয়েছে, অক্সফোর্ডে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় অংশ নিয়েছেন যিনি- সেই স্বেচ্ছাসেবী মারা গেছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে। কিন্তু বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ বলছেন, সোশ্যাল মিডিয়ার ঐসব খবর নেহাতই গুজব।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, ড. এলিসা গ্রানাটো ভালো আছেন, সুস্থ আছেন। বিবিসি জানায়, ড. গ্রানাটোর সাথে আজ (রোববার) সকালে স্কাইপে বিবিসির সংবাদদাতার কয়েক মিনিট কথাও হয়।

সে সময় তিনি জানিয়েছেন ‘তিনি খুবই ভালো আছেন। আজকের সুন্দর রোদ উপভোগ করছেন তিনি’।

ভ্যাকসিন নিচ্ছেন এলিসা গ্রানাটো, ছবি: বিবিসি

ড. গ্রানাটো বিবিসিকে জানান, তিনি তার পরিবারের সদস্যদের সাথে অনলাইনে গ্রুপচ্যাট করেছেন, এবং তাদের আশ্বস্ত করেছেন যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান।

অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড বলেন, ‘এই ধরণের গুজব এই প্যানডেমিক মোকাবেলায় চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া যায়না’।

ড. গ্রানাটো পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট। তিনিই ইউরোপে প্রথম ব্যাক্তি যার দেহে প্রথম পরীক্ষামুলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে তার শরীরে করোনভাইরাসের পরীক্ষামূলক টিকা দেওয়া হয় ।

আজ (রোববার ২৬ এপ্রিল) সকালে ভ্যাকসিন সেন্টারে গবেষকরা তাকে পরীক্ষা করেন এবং তার শরীর থেকে রক্তের নমুনা নিয়েছেন।

/এসএস

মন্তব্য করুন