লকডাউন ও অবরোধে থাকা ফিলিস্তিনীদের দুঃসহ রমযান

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

পবিত্র মাহে রমযানে সবচেয়ে বিপর্যস্ত সময় পার করছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা। বিশেষ করে গাজা উপত্যকার ফিলিস্তিনিরা মোটেও ভালো নেই। একদিকে করোনার লকডাউন। অন্যদিকে ইহুদীবাদি ইসরাইলের অবরোধ। রমযানের ইফতার এবং সেহরী আয়োজনে বিপদের সীমা নেই তাদের। এক ভয়ানক দুঃসহ জীবন যাচ্ছে তাদের।

কিছু সেদ্ধ ফল আর পুরনো রুটি দিয়ে ইফতার করছে গাজার একটি পরিবার। ছবি : মিডলইস্ট আই মনিটর।

প্রেসটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অবরোধ আর লকডাউনে গাজায় বেকারত্ব ও দারিদ্র্যের হার তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং দরিদ্র মানুষ বছরের পর বছর আরও দরিদ্র হয়ে উঠছে। ইফতার প্রস্তুত করতে হাজার হাজার পরিবার খাদ্য কেনার সামর্থ্যটুকু পর্যন্ত নেই’।

স্থানীয় দোকান মালিকরা অসহায় পড়ছে। খাবার আসছে না কোথাও থেকে। অন্য বছরগুলোতে রমযানে বিভিন্ন দেশের খাদ্য সহায়তা পেত ফিলিস্তিনিরা। এ বছর তা অনেকটাই বন্ধ হয়ে আছে।

শুধু কিছু রুটিই সম্বল তাদের ইফতারের। ছবি : প্রেস টিভি।

মিডলইস্ট আই মনিটর গাজাবাসীর ইফতার নিয়ে একটি ছবি অ্যালবাম প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে ইফতারীতে খাদ্য সংগ্রহে হাহাকার পড়ে যাচ্ছে সবার মধ্যে। শিশুবাচ্চারা বসে আছে খালি পাত্র নিয়ে। কিন্তু খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে।

স্থানীয় ও গাজা উপাত্যকা নিয়ে কাজ করা আবদেল ফাত্তাহ জানিয়েছেন, এভাবে চলতে থাকলে ভয়াবহ বিপদে পড়ে যাবে গাজা উপত্যকার বাসিন্দারা। বিশ্ববাসীকে অতিদ্রুত এই অঞ্চলের দিকে নজর দিতে হবে বলেও জানান তিনি।

সূত্র : প্রেসটিভি, মিডলইস্ট আই মনিটর।

মন্তব্য করুন