

আমেরিকায় করোনা প্রতিরক্ষার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে চিকিৎসা সহায়তা পাঠালো তুরস্ক। চিকিৎসা সরঞ্জাম বহনকারী একটি তুর্কি সামরিক বিমান মঙ্গলবার সকালে আঙ্কারা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।
এর আগে তুরস্কের পক্ষ থেকে ইরান, পাকিস্তান, ইসরাইল, ফিলিস্তিন, স্পেন, ইতালি, ব্রিটেন, সার্বিয়া, কসোভো, বসনিয়া এবং হার্জেগোভিনা, উত্তর ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো, লিবিয়া এবং সোমালিয়ায় স্বাস্থ্য সহায়তা পাঠানো হয়েছে। তবে এর মধ্যে ইসরাইলের কাছে স্বাস্থ্য সরঞ্জাম বিক্রি করা হয়েছে। সহায়তার অংশ হিসেবে পাঠানো হয়নি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘তুরস্কের সশস্ত্র বাহিনীর একটি বিমানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা চিকিত্সা সহায়তা সরবরাহের লোডিং প্রক্রিয়া শেষ হয়েছে। কোভিট -১৯-এর প্রতিরক্ষায় ব্যবহারযোগ্য চিকিৎসা সহায়তার সরবরাহ বহনকারী আমাদের বিমানটি টাইমসগুট এয়ারফিল্ড/আঙ্কারা থেকে ছেড়ে গেছে’।
চিকিৎসা সহায়তা সরবরাহ করা প্যাকেটগুলোতে মার্কিন জনগণের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে। যেখানে লেখা ছিলো, ‘হতাশার পরেও অনেক আশা এবং অন্ধকারের পরে অনেক উজ্জ্বল সূর্য রয়েছে’- রুমী।
মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ওয়াশিংটনে যাওয়ার জন্য চিকিৎসা সহায়তা সরবরাহ করা হয়েছিল রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোগানের নির্দেশে।
মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে: ‘আমাদের তুর্কি সশস্ত্র বাহিনীর বিমানগুলি এর আগে স্পেন, ইতালি, ব্রিটেন, সার্বিয়া, কসোভো, বসনিয়া এবং হার্জেগোভিনা, উত্তর ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো, লিবিয়া এবং সোমালিয়ায় স্বাস্থ্য সহায়তা সরবরাহ করেছে’।
আরআর/পাবলিক ভয়েস