দেওবন্দে তাবলীগের উভয় গ্রুপের কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

দেওবন্দ প্রতিনিধি: দাওয়াতে তাবলীগের চলমান সংকট নিরসনে এখন সবারই দৃষ্টি ভারতের দারুল উলুম দেওবন্দের দিকে। বাংলাদেশে সৃষ্ট সমস্যার সমাধানেও প্রতিনিধি দলের দেওবন্দ যাওয়ার কথা। কিন্তু এরই মধ্যে আজ (আরবী তারিখ-১০-০৫-১৪৪০ হি.) দেওবন্দের মুহতামীম মাও. আবুল কাসেম নুমানীর সাক্ষর সহ ভারতের দারুল উলুম দেওবন্দের ছাত্রদের জন্য একটি নোটিশ টানানো হয়। যেখানে বলা হয়,

তাবলীগ জামাতের উভয় গ্রুপের সৃষ্ট ফিতনা থেকে দারুল উলুম দেওবন্দকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আদেশ দেওয়া হচ্ছে, দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ প্রথম থেকেই বলে আসছে যাতে দারুল উলুম দেওবন্দের ছাত্র বা উস্তাদ যে কেউ তাবলিগ জামাতের দুই গ্রুপের কারো সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে পারবে না । তাছাড়া তাবলীগ জামাতের ভেতর-বাহির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। এবং বহিরাগত কেউ দেওবন্দের ভিতরে কোনো কাজ করতে পারবে না । যদি এর বিপরীতে কেউ অবস্থান নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো ছাত্র যদি এর বিরুদ্ধচারণ করে তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।

[বিস্তারিত প্রতিবেদন আসছে]

দারুল উলুম দেওবন্দের ছাত্রদের জন্য নির্দেশিত নির্দেশনা

মন্তব্য করুন