টুইটার পোস্টে আবেদন: নিজ দেশে করোনা রোগীকে ফিরিয়ে আনলো তুরস্ক

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন পেয়ে সুইডেন থেকে নিজ দেশের করোনা আক্রান্ত এক রোগিকে পুরো পরিবারসহ নিজ দেশে ফিরিয়ে এনেছে তুরস্ক সরকার।

রোববার তুরস্কের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স স্থানীয় সময় সকাল ৯টায় সুইডেনের মালমো বিমানবন্দর ছেড়ে স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সাড়ে চারটা) আঙ্কারা এসেনবোয়া বিমানবন্দরে পৌঁছে।

রুটিন স্বাস্থ্য পরীক্ষা করার পরে এমরুল্লাহ গুলেকেন (৪৭) এবং তার তিন মেয়েকে আঙ্কারার ইহির হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার সংবাদ প্রকাশের পর থেকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। সুইডেন সরকারের সমালোচনার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ও তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকাকে প্রশংসায় ভাসান নেটিজেনরা। দেশ-বিদেশে তুরস্ক সরকারে এমন মানবিক কাজের ব্যাপক প্রশংসা করে সামাজিক মাধ্যম ব্যবহারাকরীরা।

জানা যায়, সুইডেনের মালমোতে,  ‍গুলেকেন করোনাভাইরাস এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানা। পরে গুলেকেনের কন্যা লায়লা এবং সামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে  সাহায্য চায়।

গুলেকেনের কন্যাদের আবেদন নজরে পড়েলে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা তিন কন্যাসহ গুলেকেনকে নিজ দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। মাত্র ৭/৮ ঘন্টার ব্যবধানে গুলেকেনের পুরো পরিবারকে তুরস্কে ফিরিয়ে আনা হয়।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা রোববার ভোরে এক টুইটার বার্তায় বলেন, ‘প্রিয় লায়লা, আমরা তোমার আওয়াজ শুনেছি। আমাদের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানটি ভোর ৬টায় রওয়ানা হচ্ছে, আমরা সুইডেনে আসছি। তুরস্কের হাসপাতাল ও চিকিৎসকরা তোমার বাবার চিকিৎসা করার জন্য প্রস্তুত। আমাদের রাষ্ট্রপতির পক্ষ থেকে তোমাদেরকে এবং সকল মানুষকে শুভেচ্ছা জানাই।’

এরপর স্থানীয় সময় রোববার সকাল ৯টায় (বাংলাদেশ সময় ১টায়) সুইডেনের মালমো বিমানবন্দর থেকে এমরুল্লাহ গুলেকেন এর পরিবার নিয়ে ফিরতি ফ্লাইটে এয়ার অ্যাম্বুলেন্সটি তুরস্ক সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সাড়ে চারটা) আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দরে অবতরণ করে।

গুলেকেন তার পরিবারকে বহনকারী এই বিশেষ ফ্লাইট দেশে ফিরার পর স্বাস্থ্যমন্ত্রী কোকা বলেন, একটি কন্যা এমন একটি কাজ করেছিল যা সবার কাছে উদাহরণ হয়ে গেছে। আমারা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের অ্যাম্বুলেন্স বিমানটি আজ সকালে সুইডেন থেকে রোগীকে নিয়ে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রীর টুইট

গুলেকেনের পরিবার দেশে ফিরার পর দেশটির প্রেসিডেন্ট এরদোগান তাদের সাথে ভিডিও লাইভে কথা বলেন। নিজের টুইটারে ভিডিও শেয়ার করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমার মেয়ে লায়লা এবং এমরুল্লাহ গুলেকেনের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা আজকে সুইডেন থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে এনেছি। আল্লাহর প্রতি শুকরিয়া তিনি আমাদের এই সুখানুভুতি দিয়েছেন।

টুইটারে এরদোগান আরো লিখেন, আমরা একটি জাতি। প্রবাসে থাকলেও আমরা সবাইকে ভালোবাসি। আমরা কাউকে একা ফেলে রাখি না।

এরদোগানের টুইট

এদিকে গুলেকেনে এর কন্যারা সরকারের এমন তড়িত ও মহৎ উদ্যোগের জন্য রাষ্ট্রপতি এরদোগান এবং স্বাস্থ্যমন্ত্রী কোকাকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গ, এমরুল্লাহ গুলাকেনের মেয়ে সামিরা তার বাবার পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন এবং সাহায্য চেয়েছিলেন।

তিনি বলেছিলেন যে, তার বাবা জ্বর এবং শ্বাসকষ্ট হলে তিনি মালমোর স্থানীয় হাসপাতালে যান। কিন্তু পরবর্তীতে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হাসপাতাল থেকে চিকিৎসার জন্য কোনো সাড়া পাননি।

সামাজিক মাধ্যমে তার এই পোস্ট দেখে তড়িৎ উদ্যোগ নেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সাবাহ অবলম্বনে শাহনূর শাহীন

/এসএস

মন্তব্য করুন