করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা ৫৪ হাজার পেরিয়েছে

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। আজ রোববারের তথ্য অনুসারে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৮ হাজার ১৬২ জন।

তবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার ৭২। অপরদিকে মারা গেছে ৫৩ হাজার ৭৫১ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে বিশ্বজুড়ে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রেই।

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশ হিসেবে রয়েছে নিউ ইয়র্ক । এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১৪৩। অপরদিকে মারা গেছে ২২ হাজার ৯ জন ।

তার পরেই রয়েছে নিউ জার্সি । এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৯৮। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৯১৪ জন। অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩৪৮ জন। অপরদিকে মারা ২ হাজার ৭৩০ জন।

এ পর্যন্ত বিশ্বে ২৯ লাখ ২০ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২ লাখ ৩ হাজার ২৭২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৯৪১ জন।

#এনএইচ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন