

করোনাভাইরাস প্রতিরক্ষার জন্য ফিলিস্তিনে চিকিৎসা ও আর্থিক সর্বোচ্চ সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এক বিবৃতিতে বলেছেন, ওআইসির এক অসাধারণ বৈঠকের পর তুরস্ক ফিলিস্তিনের জন্য একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের পক্ষ থেকে কোভিড -১৯ টেস্ট কিট, মাস্ক, বিশেষ পোশাক এবং অন্যান্য প্রাথমিক সরঞ্জাম ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয়কে সরবরাহ করা হবে। আল মালেকি ফিলিস্তিনের পক্ষ থেকে তুর্কি সরকারকে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার, ওআইসির করোনভাইরাস মহামারী বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য একটি অনলাইন বৈঠক করেছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত, ওআইসি মুসলিম দেশগুলির মধ্যে ৫৭ টি দেশের সদস্যেপদ নিয়ে একটি সংগঠন। এটি “মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর” এবং “আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির প্রচারের চেতনায় মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও সুরক্ষিত করতে কাজ করে।”