করোনা পরিস্থিতিতেও ফিলিস্তিনিদের মারধর, গ্রেফতার করছে ইসরাইল

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

সারাবিশ্ব যখন করোনা পরিস্থিতিতে মুহ্যমান এ সময়ও থেমে নেই ইহুদীবাদি ইসরাইলের বর্বরতা। এমন পরিস্থিতিতেও তারা নিয়মিত নৃশংসতা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের উপর।

ইসরাইলের দখলদার সেনাবাহিনী গত সোমবারেরও অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে পাঁচজন ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ভাঙার পরে গ্রেপ্তার করেছে।

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা ‘প্রিজনার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে যে, ইসরাইলী সেনাবাহিনী অধিকৃত হেবরন থেকে ৪ জন ফিলিস্তিনি নাগরিককে গ্রেপ্তার করেছে। এবং একজনকে গাজা উপাত্যকা থেকে ধরে নিয়ে এসেছে তারা।

আরও বলা হয়েছে যে, দখলদার সৈন্যরা গ্রেফতারকৃত একজনকে (ইউসুফ হুরব) নৃশংসভাবে মারধর করেছে, যার ভাইও ইসরাইলের জেলখানায় বন্দী। হুরবের পরিবার নিশ্চিত করেছে যে সৈন্যরা তাকে রাইফেল দিয়ে নির্মমভাবে মারধর করেছে। এবং ওই সেনারা বেথলেহেম থেকে মুসা ওমরকে (22 বছর বয়সী) গ্রেপ্তার করেছে।

দখলদার ইসরাইলের সেনারা এ বছরের শুরু থেকে শিশু ও মহিলা সহ ১৩০০ এরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

‘ইসরাইল’ তাদের কারাগারে প্রায় ৫ হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে আটকে রেখেছে, এতে ১৮০ শিশু এবং ৪১ জন মহিলা রয়েছে।

কুদস নিউজ/আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন