করোনা পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বললেন শাইখুল আযহার

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

ধর্মীয় ও জাতিগত বৈষম্যের শিকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক উদ্যোগের আহবান জানিয়েছেন শাইখুল আযহার।

গতকাল আল আযহারের গ্রান্ড ইমাম শাইখুল আযহার ড. আহমদ তাইয়িব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বলেন, “যে মুহূর্তে করোনা ভাইরাসের সঙ্কট কাটিয়ে উঠতে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ মানবিক সংহতি এবং পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলছে, সেই মূহুর্তে লজ্জাজনকভাবে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে নীরবতা অব্যাহত রয়েছে, যারা ধর্মীয় নিপীড়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার শিকার। তাই আমি সকলকে বিবেক জাগ্রত করার এবং জরুরিভিত্তিতে এই দুরাবস্থা সমাধানের আহ্বান জানাচ্ছি আল্লাহ তাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে দিন এই দোয়া করি”।

উল্লেখ্য, শাইখুল আযহার ২০১৮ সালে রোহিঙ্গা সংকটের শুরু থেকে এই গণহত্যা ও শরনার্থী সমস্যার সমাধানের জন্য সরব ভূমিকা করে আসছেন। আন্তর্জাতিক মহলের কাছে বিভিন্ন সময় দাবী উত্থাপনের পাশাপাশি কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আল আযহার।

কন্ট্রিবিউটর অনুবাদ

মন্তব্য করুন