করোনায় মারা গেলেন এক মুসলিম দেশের চিফ অফ স্টাফ

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

শনিবার নাইজেরিয়ার রাষ্ট্রপতি প্রাসাদ কর্তৃক জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়ার রাষ্ট্রপতির চিফ অফ স্টাফ ‘মাল্ম আবি কিয়ারি’ আর আমাদের মাঝে নেই। তিনি চিকিত্সাধীন ছিলেন তবে শুক্রবার, ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। খবরঃ ডেইলী পাকিস্তান

তার আক্রান্ত হবার কারণ হিসেবে বলাহয় যে তিনি কয়েক দিন আগে জার্মানি ভ্রমণ করেন। এবং সেখানে তিনি বহু লোকের সাথে সাক্ষাত করেন। এবং দেশে ফিরেও তিনি বেশ কয়েকটি সভায় অংশ নিয়েছিলেন।

ওয়ার্ল্ড মিটারের মতে আফ্রিকার সবচেয়ে জনবহুল মুসলিম দেশ নাইজেরিয়াতে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৪৯৩ জন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন