

আবারও একজন রোগীর স্বজনদের দেওয়া মিথ্যা তথ্যের কারণে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন চিকিৎসক, নার্সসহ ১২ জন স্বাস্থ্যকর্মী। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে এ অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী জানান, সংক্রমিত হওয়াদের মধ্যে রয়েছেন হাসপাতালে কর্মরত সার্জারি ও গাইনি বিভাগের পাঁচজন চিকিৎসক, চারজন নার্স ও তিনজন অন্য স্বাস্থকর্মী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ এপ্রিল) মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগে এক রোগী ভর্তি হন। বাড়ির ঠিকানা জানতে চাইলে রোগীর স্বজনরা জানান, তারা মাদারীপুর থেকে এসেছেন। রোগীর অবস্থা খারাপ হওয়ায় সেদিনই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। কয়েক ঘণ্টা পর রোগীর যখন জ্ঞান ফেরে, তখন চিকিৎসকদের প্রশ্নের জবাবে তিনি নারায়ণগঞ্জ থেকে আসার কথা জানান। তখনই ওই রোগীর কভিড-১৯ পরীক্ষা করার সিদ্ধান্ত হয়।
ফলাফল পজিটিভ, অর্থাৎ অস্ত্রোপচার হওয়া ওই রোগী করোনায় আক্রান্ত। সঙ্গে সঙ্গে হাসপাতালের অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ড সিলগালা করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অস্ত্রোপচারে যারা জড়িত ছিলেন, নমুনা পরীক্ষা করে জানা যায় তারা প্রত্যেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
ওই রোগীর চিকিৎসা দিয়েছেন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, এমন একজন জানান, ‘একটি মাত্র মিথ্যা তথ্যের জন্য আজ আমরা এতগুলো মানুষ জীবনের ঝুঁকিতে। রোগীদের প্রতি অনুরোধ, আপনারা এমন মিথ্যা তথ্য দিয়ে আর কোনো চিকিৎসকের জীবন বিপন্ন করবেন না।’
এমএম/পাবলিকভয়েস