কারওয়ান বাজারে শনাক্ত ২ জন, লকডাউনে কাঁচাবাজার

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

রাজধানীর কারওয়ান বাজারে করোনা শনাক্ত হলেন ২ জন, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার থেকে সব স্থানে এবং সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিল রাজধানীর এই কারওয়ান বাজারের কাঁচাবাজার । এখানে প্রত্যেক দিন সকালে ভিড় লেগেই থাকে। 

সুত্রে জানা যায়, কারওয়ান বাজারের কাঁচাবাজার আড়তে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আড়তের (লাউ পট্টি) একজন ব্যবসায়ী ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ দুই জনেরই করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপরই ওই ব্যবসায়ীর আড়ত এবং বাসা লকডাউন করে দেয়া হয়েছে।

জানা যায়, আজ দুপুরে ওই দুই জনের কোভিড-১৯ পজিটিভ আসার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপরই লাউপট্টির একটি আড়ত ও তার পাশের একটি বাসা লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার এসআই ইয়াসিন আলী বলেন, আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যজনকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন