

করোনা পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনের পশ্চিম তীর উপকূল জুড়ে ফিলিস্তিনের নাগরিক ও তাদের সম্পদের উপর দখলদার ইসরাইলী ইহুদীদের হামলা অব্যাহত রয়েছে। পশ্চিম তীরের বিভিন্ন এলাকা ঘুরে এ খবর দিয়েছে কুদস নিউজ।
হেবরন : দখলদার ইসরাইলীরা দখলকৃত হেবরনের ‘রামাত যিশাই’ অঞ্চল থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনি মুসলমানদের “আস সুমউদ ওয়াত তাহাদদী” কেন্দ্রে আক্রমণ করেছে গতকাল।
স্থানীয় সূত্র জানিয়েছে যে ইসরাইলী সেনাদের সাথে সশস্ত্র বসতি স্থাপনকারীরা বর্ডারলাইনের কেন্দ্রে আক্রমণ করে এবং এর দেয়াল ক্ষতি করার চেষ্টা করেছিল। তারা বাজেভাবে ফিলিস্তিনিদের গালীগালাজ করাসহ ফিলিস্তিনি নেতাকর্মীদের উপর আক্রমণ করেছিল।
কিরইত : বুধবার ইসরাইলের একদল লোক কিরইতের দক্ষিণ নাবলুস এরিয়ায় ফিলিস্তিনিদের কৃষিজমিতে একটি মোবাইল হাউস স্থাপন করেছিলেন। উত্তর পশ্চিম তীরের বসতি কার্যক্রম পর্যবেক্ষণকারী একজন পিএ কর্মকর্তা ঘাসন দাঘলাস জানান, নতুন করে আসা ইহুদী বসতিবাসীরা সেখানে একটি মোবাইল হাউস স্থাপন করেছেন।
তিনি আরও বলেন যে বসতি স্থাপনকারীরা তাদের লক্ষ্য পূরণে এবং আরও ফাঁড়ি তৈরি করতে বর্তমান পরিস্থিতি এবং বিশ্বব্যাপী করোনভাইরাস সংকটকে কাজে লাগাচ্ছে। এদিকে, এরআগে দখলদার ইসরাইলীরা ফিলিস্তিনের একটি গ্রামে প্রায় ৩৬ টি পুরাতন জলপাই গাছ কেটেছিল।
জর্দান ভ্যালি : গত মঙ্গলবার জর্দান ভ্যালিতে ‘হিলটপ ইয়ুথ’ নামে ইহুদীদের একটি সন্ত্রাসী গ্রুপ ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা করে এবং জর্দান উপত্যকার ‘নব্বই স্ট্রিট’ এর পাশে দুটি গাড়ি জ্বালিয়ে দেয়।