যুক্তরাষ্ট্রে ‘ডেথরেকর্ড’ : একদিনে ২৫০০ মৃত্যু

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

করোনাভাইরাস ভয়ানক ছোবল হেনেছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দাবি করা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন জ্যামিতিক হারের চেয়েও বেশি বাড়ছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ জনেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ১৩ হাজার ১৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১০৭ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৭৮৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ১০ হাজার ৮৪২ জন। আর আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৩৪ জন, মারা গেছেন ২ হাজার ৮০৫ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজারের বেশি, মারা গেছেন ৮৪৪ জন। মিশিগানে ২৫ হাজার আক্রান্ত ও ১ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫০ হাজার ৯৯১ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৮৩০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ৮৫ হাজার ৩৮২ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৬৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন।

মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেনের। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৬০ জন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯০০ জনের বেশি। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৬১০ জনে।

মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন।

এর পরেই অবস্থান রয়েছে ব্রিটেনের। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২ হাজার ১০৭ জন। আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৮৭৩ জন। এদিকে জার্মানিতে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও দেশটিতে মাত্র ৩ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে।

আইইডিসিআরের তথ্য অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ জনে। মৃত্যু ৫০ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ৪৫ জন।

সূত্র: ডেইলি মেইল

মন্তব্য করুন