খামে ভরে আলেম পরিবারকে টাকা পাঠাচ্ছে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট মহামারিতে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সারাদেশে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এর ধারাবাহিকতায় বিভিন্ন আলেম পরিবারকে দেওয়া হচ্ছে সামগ্রিক সহায়তা। খামে ভরে তাদের জন্য পাঠানো হচ্ছে হাদিয়া। যাতে করে বর্তমানের সৃষ্ট বিপর্যয় মধ্যবিত্ত কারো লোকচক্ষুর সামনে আসতে না হয় এবং লজ্জা পেতে না হয়। এটি একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ।

দেশের বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কার্যক্রম চালিয়েছে। অন্যান্য জেলার মত নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা থানা শাখা ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ ৩৫ টি আলেম পরিবারের মাঝে কিছু হাদিয়া বিতরন করা হয় আজ। খামে ভরে তাদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয় এসব হাদিয়া।

হাদিয়া বিতরণ কাজ পরিচালনা করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা থানা শাখার সেক্রেটারী মাও. নোমান সিরাজী। পূর্বধলা থানা শাখার ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম লিমন। ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলার জয়েন্ট সেক্রেটারি মাও: সাদিকুল ইসলাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলার সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাও তরিকুল ইসলাম নোমানী। ইশা আন্দোলন নেত্রকোনা জেলার সাবেক সভাপতি হাফেজ মাও. আলমগীর হোসাইনসহ আরও অনেকে।

মন্তব্য করুন