

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আহমদ শফী সাহেব সাহেব আমাদের সকলের জন্য ছায়াস্বরূপ। তিনি দল মত নির্বিশেষে ইসলামপ্রিয় সকল মানুষের মুরুব্বী। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামত স্বরূপ। তার সুস্থতা প্রয়োজন আমাদের জন্য।
পীর সাহেব চরমোনাই নিজেও বিশেষভাবে আল্লাহর কাছে হযরতের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং দেশের সকল ইসলাম প্রিয় মানুষকে দোয়া করতে আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ অপর বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী দা.বা. হুজুরের রোগমুক্তি কামনায় জন্য দেশবাসীকে বিশেষভাবে দোয়ার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, আল্লামা শফী উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল্লামা শফীর সুস্থতার জন্য দোয়া চাইলেন আল্লামা বাবুনগরী
আল্লামা শফীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লামা কাসেমী