‘ভাগ চেয়ে’ ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণে প্রভাবশালীর বাধা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশে উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করতে গেলে ‘ভাগ দিতে হবে’ দাবি করে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড লেভেলের নেতার উপরে।

জানা যায়, করোনা মহামারীতে সৃষ্ট বিপর্যয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ বিতরণ টিম ভোলার ভেদুরিয়ায় দুটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করতে যায়। এ সময় ১১ নং ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাসিন্দা বাদশাহ বাওয়ালীর ছেলে স্থানীয় আওয়ামী লীগ পরিচয় দেওয়া নেতা ‘দুলাল বাওয়ালী’ এসে ত্রাণ বিতরণ করা টিমের সাথে বাকবিতণ্ডতায় লিপ্ত হয়। এমনকি তাকে ‘ত্রাণের ভাগ না দিলে’ সেখানে কোন ত্রাণ বিতরণ করতে দেবে না বলেও হুমকি-ধামকি দেয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার সূত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক দায়িত্বশীল পাবলিক ভয়েসকে জানান, ‘দুলাল বাওয়ালী’ একজন চিহ্নিত চাঁদাবাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসেবামূলক এমন একটি কাজে বাধা প্রদান করা সত্যিই হতাশাজনক। দেশের এমন মহামারির সময়ও তারা তাদের ঘৃণ্য চেহারা প্রকাশে কুন্ঠাবোধ করছে না।

তিনি আরও বলেন, এদের লাগাম টেনে ধরার এখনই সময়। এদের মতো লোকেরাই চাল চুরি করে বিভিন্ন দলের বদনাম করে। আমরা জানতে চাই ঐ এলাকা কি তার কাছে ইজারা দেওয়া হয়েছে কিনা?

এ বিষয়ে ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টার পাবলিক ভয়েসকে বলেন, আমি এ বিষয়ে এখনও তেমন কিছু জানি না। তবে এমন কিছু যদি ঘটে থাকে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে ব্যবস্থা নেবো। দুলাল বাওয়ালী সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘উনিতো বিএনপি করেন’ আওয়ামী লীগের কোনো দায়িত্বে নেই। উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে যেই হোক না কেন এমন ঘটনা অবশ্যই ন্যাক্কারজনক। আমি আগামীকালই আমার ইউপি সদস্যকে সেখানে প্রেরণ করব এবং ঘটনার বিস্তারিত জানব। একইসাথে তিনি বলেন দেশের এই দুর্যোগ মুহূর্তে যারা যেভাবেই ত্রাণ বিকরণ করছে তারা অবশ্যই ভালো কাজ করছে উল্লেখ করে তিনি বলেন চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই ভালো কাজ করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

তবে দুলাল বাওয়ালী সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা গেছে তিনি বিভিন্ন সময়ে এলাকায় জুয়ার আসর বসিয়ে তাদের থেকে চাঁদা নেন এবং বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। স্থানীয় বাসিন্দা একজন তাঁর ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে পাবলিক ভয়েসকে বলেন, দুলাল বাওয়ালী জুয়া, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আগে সে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলো। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। স্থানীয় লোকজনও তাঁর অত্যাচারে অতিষ্ট।

মন্তব্য করুন