

করোনা প্রাদুর্ভাবের এই দুর্যোগপূর্ণ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখা ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় প্রায় দেড়শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) ভোলা দক্ষিণ জেলা শাখা অন্তর্গত চরফ্যাসন উপজেলার হাজী আলাউদ্দিন তালুকদারের মাদরাসা থেকে কিছু পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। পরবর্তিতে সকল নিয়ম ঠিক রেখে মানুষের বাড়ি বাড়ি গিয়েও বাকি ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ত্রাণের বস্তায় চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছিলো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমের আহবানে সাড়া দিয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বলেন, ‘করোনা ভাইরাসের এই দুঃসময়ে আমাদের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম মানুষের পাশে দাড়াতে সবাইকে আহবান করেছেন। আমরা ভোলা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে অসহায়দের তালিকা করে নিয়ম শৃঙ্খলার সাথে আজকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি”। প্রায় দেড়শ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একই সাথে তিনি বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ মুহুর্তে গরীব অসহায়দের পাশে আমাদের সকলেরই দাড়ানো উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে অসহায়দের সাহায্য করার এই চেষ্টা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
দুই দফা ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার। বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা দক্ষিণ জেলা শাখার ছদর মাওলানা মহিউদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ। ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন।

ত্রাণ তুলে দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারসহ সহযোগী নেতৃবৃন্দ। ছবি : পাবলিক ভয়েস।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা নুর নবী। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল তালুকদার। হাজী আলাউদ্দিন তালুকদার মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। যুব আন্দোলন ভোলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম। ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণের অর্থ সম্পাদক নিরব হোসেন। শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের প্রচার সম্পাদক মাওলানা মনির হোসেনসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আরও পড়ুন :
পীর সাহেব চরমোনাইর পক্ষে উপকূলীয় অঞ্চলে ত্রাণ বিতরণ
করোনা বিপর্যয়ে কর্মীদের জনকল্যাণে কাজ করার নির্দেশ আইএবি আমীরের
ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট সব খবর পড়তে ক্লিক করুন