

চাল চোর
।।মারুফ বিল্লাহ।।
চাল চোর ডাল চোর
রিলিফের মাল চোর
খাটাশের বাচ্চা!
বেশরম রুখবিশ
মুনাফিক সাচ্চা।
চাল চোর ডাল চোর
রিলিফের মাল চোর
ছি! ছি! লজ্জা
এদেশের পথ ছেড়ে
পাঁচশত গজ যা।
চাল চোর ডাল চোর
রিলিফের মাল চোর
দোযখেও যাইবি
সেখানেই রোজ তুই
লাথি গুতা খাইবি।