করোনায় আক্রান্ত ও মৃত্যু : সবার উপর মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

করোনাভাইরাসের ভয়াবহ ছোবলে পর্যদুস্ত যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ক্ষুদ্র ভাইরাসটিতে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুসংখ্যা ছাড়িয়েছে ২০ হাজারে। যা বিশ্বের যে কোন দেশের চেয়ে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রনালায়ের তথ্যমতে, এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৬ জনে।

এতে প্রথমবারের মতো কোনো দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৬ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কেউ। এমনকি মৃত্যুহার এবং মৃত্যুসংখ্যাতেও যুক্তরাষ্ট্র সবার উপরে অবস্থান করছে দেশটি।

এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬১৯ জনের প্রাণ গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৫ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জনে।

মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।

এদিকে জার্মানিতে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও দেশটিতে মাত্র ২ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের। হিসাব অনুযায়ী, প্রতি ১৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৪ লাখ ১ হাজার ৪৯৮ জন। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রতি চারজনের একজন করে সুস্থ হয়েছে।

করোনাভাইরাস বিষয়ে পাবলিক ভয়েসের সকল আপডেট পেতে ক্লিক করুন

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন