শনিবার: ইতালি ও স্পেনে মৃত্যু ১১২৯, ইতালিতে লকডাউন বৃদ্ধি ২ মে পর্যন্ত ঘোষণা

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
ইতালির একটি হাসপাতালে আইসোলেশন, ছবি: এএফপি

মহামারী করোনাভাইরাসে ইতালি ও স্পেনে আজ শনিবার মোট ১১২৯ জন মারা গেছে। ইউরোপের এই দুই দেশে আজকে আক্রান্ত হয়েছে ৬৭৯৬ জন।

শনিবার ইউরোপীয় ইংরেজি দৈনিক ‘দ্য লোকাল’ এ খবর দিয়েছে।

এরমধ্যে ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের বরাতে শনিবার সন্ধা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা)  ‘দ্য লোকাল ইতালি’ জানায়, শুক্রবার ইতালিতে মৃত্যু হয়েছে ৬১৯ জনের এবং এদিন আক্রান্ত হয়েছেন ১,৯৯৬ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৮৪৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১০০,২৯ জন।

তবে দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরিলে জানান, ইতালিতে এখন পর্যন্ত জীবিত, মৃত, সুস্থ সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১৫২২৭১ জন। শনিবার সন্ধায় প্রতিদিনের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ২০৭৯ জন, এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হওয়ার সংখ্যা হলো ৩২৫৩৪ জন।

এদিকে ‘দ্য লোকাল ইতালি’ আরো জানিয়েছে, গতকাল শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টে আগামী ২ মে পর্যন্ত দেশটিতে লকডাউন মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

উল্ল্যেখ্য, মোট মৃতের সংখ্যায় শুক্রবার সকাল পর্যন্ত ইতালিকে ছাড়িয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় শুক্রবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিলো ১৮ হাজার ৭৪৭ জন। অর্থাৎ সর্বশেষ সম্ভাব্য তথ্য অনুযায়ী মোট মৃত্যুর হারে ইতালিকে ছাড়িয়েছে আমেরিকা।

স্পেন

অন্যদিকে ‘দ্য লোকাল স্পেন’ জানায়, স্পেনে এদিন ৫১০ জন মারা গেছেন।  আক্রান্ত হয়েছেন ৪৮০০ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১৬৩৫৩ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬১৮৫২ জন।

দ্য লোকাল স্পেন জানায়, শনিবার টানা তৃতীয় দিনে দেশটিতে করোনভাইরাসে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। তবে আক্রান্তের সংখ্যা এদিন বৃদ্ধি পেয়েছে।

এদিকে স্পেনের কিছু সংস্থার ট্রেন চলাচল উন্মুক্ত করে দেওয়ার দাবির প্রেক্ষিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্পেনে লকডাউন ২৫ এপ্রিল পর্যন্ত অব্যহত থাকবে। তবে ইতোমধ্যে সরকার স্পষ্ট জানিয়েছে যে আরো দু’সপ্তাহের মেয়াদ বাড়ানোর ঘোষণা রয়েছে।

ইতালি: মঙ্গলবার কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, মোট মৃত্যু ১৭১২৭

ইতালি: রোববার সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড, এটি একটি সুংবাদ: বোরেলি

শনিবার: ইতালিতে মৃতের সংখ্যা ছাড়ালো ১৫ হাজার!

ইতালি: রোববার মৃত বেড়ে ১০৭৭৯: লকডাউন বৃদ্ধি ৩১ জুলাই পর্যন্ত

ইতালি: মৃতের সংখ্যা পেরিয়েছে ১০ হাজার, শনিবার মৃত্যু ৮০৯ জন

ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানি ৯৬৯ জনের

ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল  ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন

/এসএস

/এসএস

মন্তব্য করুন