মহামারী করোনা: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১ লাখ। ছবি : পাবলিক ভয়েস

শঙ্কা আর নির্মমতাকে ছাপিয়ে মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেলো। আজ শুক্রবার সর্বশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত পৃথিবী জুড়ে মহামারী এ ভাইরাসে ১ লক্ষ ২৬০ জন লোক মারা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের লাইভ অনুযায়ী বর্তমান বিশ্বের সর্বশেষ এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় বিশ্বে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে।

ইউরোপের দেশটিতে সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮,২৭৯ জনে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬,৬৯৭ জন। এরপরেই আছে ইউরোপেরই আরেক দেশ স্পেনে ১৫,৪৪৭ জন।

মহামারী এ ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৪২৪ জন। এরমধ্যে আজ শুক্রবার ৬ জনে মৃত্যু এবং ৯৪ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

মহামারী এ ভাইরাসের উৎপত্তিস্থল চিনে ৩৩৩৬ জন মারা গেছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৯,১১৬ জন, আক্রান্ত হয়েছেন ১,৬৪৭,৬৩৫ জন (রাত সাড়ে ১০টা পর্যন্ত সর্বশেষ আপডেট)।

শুক্রবার: নতুন সংক্রমণ ৯৪, মৃত্যু ৬

৬টার পর ঘর থেকে বের হওয়া নিষেধ, সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত

/এসএস

মন্তব্য করুন