চাকা না ঘুরলেও দূষণে শীর্ষে ঢাকা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

যদিও গত দুই সপ্তাহ ধরে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে সকল যানবাহন, কল-কারখানা ও দোকান-পাট। তারপরও রাজধানীতে বায়ু দূষণের পরিমাণ তেমন কমেনি। সর্বশেষ তথ্যানুযায়ী, বায়ু দূষণের দিক থেকে ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম।

আজ শুক্রবার সকালে প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৮৬। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দূষিত নগরীর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা। তাদের একিউআই স্কোর যথাক্রমে ১৮০ ও ১৬৯।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

ঢাকায় ধুলা দূষণ বাড়ছে,
এর ফলে করোনার জীবাণু
আরও ছড়িয়ে পড়তে পারে বলে
মনে করছেন বিশেষজ্ঞরা।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এসময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন