করোনা : আফগানিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪৮

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। নতুন ৪০ জন সহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪৮ জনে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ বৃহস্পতিবার বলেছেন, দেশে গত ২৪ ঘন্টার মধ্যে ৪০ করোনভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে কাবুলে ১০, নিমরোজে ১৪, কান্দাহারে ৭, পাকতিয়ায় ৪, বামিয়ানে ২, বালখ অঞ্চলে ২ এবং লুগার প্রদেশের ১ জনের নাম রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের ফলে ১৫ জন মারা গেছেন তবে ৩২ জন সুস্থ হয়ে ফিরেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশ অনুসারে মৃত্যুর ঘটনা হেরাতে ৪, বলখে ৪, কাবুলের ৩, নানগারহরে ২, দাইকুণ্ডিতে ১ এবং তাখার প্রদেশে ১।

প্রসঙ্গত : বিশ্বব্যাপী COVID-19 রোগে আক্রান্তের সংখ্যা ৮৮,০০০ এরও বেশি পৌঁছেছে, এবং আরও প্রায় দেড় মিলিয়ন লোক আক্রান্ত হয়েছে। ভাইরাসটি বিশ্বের ২০০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং ৩,২৯,০০০ এরও বেশি রোগী সুস্থ হয়ে ফিরেছেন।

সূত্র : আফগান গণমাধ্যম

করোনাভাইরাস বিষয়ে পাবলিক ভয়েসের সকল আপডেট পেতে ক্লিক করুন

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন