তুরস্কে কোয়ারেন্টাইনে ১৮ হাজার, মোট আক্রান্ত ৩০ হাজারের বেশি

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

করোনাভাইরাসের ছোবলে ভয়াবহ সময় পার করছে তুরস্ক। ইতিমধ্যে দেশটিতে করোনা আক্রান্ত প্রায় ১৮,১৬৫ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে বলেছে জানিয়েছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী ড. মেহমেত কাসাপোগ্লু। এদের মধ্যে প্রায় ৩,১২০ জন মেডিকেল স্টাফ রয়েছেন।

মঙ্গলবার দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী বলেছেন, করোনভাইরাসকে প্রতিরক্ষার উদ্যোগের অংশ হিসাবে ৫৭ টি অঞ্চলে প্রায় ৮৮ টি কেন্দ্রকে কোয়ারান্টাইন হাউজ হিসেবে ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাসের প্রতিষেধক বানানোর দ্বারপ্রান্তে তুরস্ক

আল্লাহর রহমতে আমরা করোনার প্রকোপ থেকে মুক্তি পাবো : এরদোগান

তুরস্কের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০,১২৭ জনে। এবং সর্বমোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৪৯ জনে।

প্রসঙ্গত : গত ডিসেম্বরে চীনের উহান শহরে দেখা যাওয়ার পর থেকে করোনাভাইরাস কমপক্ষে ১৮৫ টি দেশ এবং অঞ্চলগুলিতে ছড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৫৯ হাজার ১০ জন। ভাইরাস সংক্রমণের পরে মৃত্যু হয়েছে প্রায় ৭৫,৯০১ জনেরও বেশি লোকের। এবং সুস্থ হয়ে ফিরেছেন ২,৯৩,৫৫৪ জনেরও বেশি লোক।

সূত্র : আনাদুলু

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন