

রাজধানীর মিরপুরের টোলারবাগ মসজিদে একসঙ্গে নামাজ পড়তেন- এমন দুই জন মুসল্লি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর পর থেকেই সেখানে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে টোলারবাগ এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
এই আতঙ্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, টোলারবাগের সেই মসজিদের ইমাম মুফতি মোজাফফার আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মুফতি মোজাফফার আহমেদ নিজেই একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন।
আজ সোমবার সন্ধ্যায় তিনি বলেন, তাকে নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে তা গুজব এবং কেউ দুষ্টুমি করে এই গুজব ছড়িয়েছে।
জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, আজ সোমবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। সেইসঙ্গে মোট মৃত্যু হয়েছে ১২ জনের।
এমএম/পাবলিকভয়েস