

করোনাভাইরাসের প্রতিষেধক আবিস্কার করার জন্য দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাচ্ছে তুরস্কের একজন ভাইরোলজিস্ট এ একটি মেডিকেল টিম। ইতিপূর্বে বিশ্বব্যাপী ছড়ানো সার্স ভাইরাসের প্রতিষেধকের উপর দীর্ঘ গবেষণা চালিয়ে করোনার প্রতিষেধক আবিস্কারের দ্বারপ্রান্তে পৌঁছার দাবি করেছেন তারা।
এই সপ্তাহে তুরস্কের প্রায় ২৪ টি বিশ্ববিদ্যালয় ও দেশের সেরা প্রায় শতাধিক গবেষক ও আটটি পাবলিক রিসার্স এন্ড ডেভেলপমেন্ট ইউনিটের গবেষকদের একত্রিত করে করোনা প্রতিষেধক তৈরির জন্য গবেষণা চালাচ্ছে বলে দাবি করেছে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রনালয়। এছাড়াও গবেষণায় করোনা ভাইরাসের প্রতিষেধক ও ভ্যাকসিন আবিস্কারের প্রাথমিক ধাপ সফলভাবে অতিক্রম করার দাবিও করেছেন তারা।
আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের একটি টুইটার পোস্টে দাবি করে বলা হয়েছে, তুরস্কের “বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড আইকুট ওজকুল গবেষণায় সফলতা অর্জন করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছেন বলেও জানিয়েছে আঙ্কারা বিশ্ববিদ্যালয়।
Read More : আল্লাহর রহমতে আমরা করোনার প্রকোপ থেকে মুক্তি পাবো : এরদোগান
এছাড়াও তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা এই সপ্তাহে জনসাধারণকে জানিয়েছিলেন যে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয়, শতাধিক গবেষকসহ আটটি পাবলিক রিসার্চ এবং ডেভেলপমেন্ট ইউনিট করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য কাজ করছে।
তুরস্ক অফিসিয়াল ঘোষণায় জানিয়েছে, দেশটিতে ভাইরাসের মৃতের সংখ্যা বেড়েছে ৫৭৪ জনে দাড়িয়েছে। এবং আক্রান্তের সংখ্যা ২৭,০০০ ছাড়িয়েছে।
প্রসঙ্গত : গত ডিসেম্বরে চীনের উহান শহরে দেখা যাওয়ার পর থেকে করোনাভাইরাস কমপক্ষে ১৮৩ টি দেশ এবং অঞ্চলগুলিতে ছড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা 1.2 মিলিয়নেরও (১২ লাখ) বেশি হয়েছে। ভাইরাস সংক্রমণের পরে মৃত্যু হয়েছে ৬৯,৪৭৯ জনেরও বেশি লোকের। এবং সুস্থ হয়ে ফিরেছেন ২,৫২,০০০ এরও বেশি লোক।
সূত্র : আনাদুলু। অনুবাদ : এইচআরআর
করোনা বিষয়ে সকল সংবাদ পড়তে ক্লিক করুন