ইতালি: বুধবার মৃতের সংখ্যা ৭২৭, মোট মৃত্যু ছাড়িয়েছে ১৩ হাজার

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
ছবি: এএফপি

পাবলিক ভয়েস:  মহামারী করোনাভাইরাসে বুধবার ইতালিতে ৭২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন আক্রান্ত হয়েছেন ৪০৩৫ জন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১৫৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৫৬৯০ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৮৪৭ জন।

মঙ্গলবার সন্ধা থেকে বুধবার সন্ধা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বশেষ তথ্য নিয়ে প্রতিদিনের সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সন্ধা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এ পরিসংখ্যান তুলে ধরেছে দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ। খবর ইউরোপীয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’।

অন্যদিকে প্রাদুর্ভাব শুরুর পর থেকে ইতালিতে সুস্থ, অসুস্থ, মৃত সব মিলিয়ে মোট ১০৯৭৯৭ জনের শরীরে করোনা চিহ্নিত হয়েছে।

এদিকে বুধবার দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টে- ১২ মার্চ থেকে চলমান লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

কন্টে বলেন, গত এক সপ্তাহ ধরে আমাদের মৃত্যু সংখ্যা কমছে। তবে আমরা এখনো এই লড়াইয়ের শেষ থেকে অনেক দূরে রয়েছি এবং এজন্য এই লড়াই চালিয়ে যেতে লকডাউনের সময় ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত রোববার ইতালির আঞ্চলিক বিষয়ক মন্ত্রী ফ্রান্সেস্কো বোকসিয়া দেশটির স্কাই টিজি 24 টেলিভিশনে এক সাক্ষাতকারে বলেছেন, অনিবার্যভাবেই লকডাউনের সময় বাড়বে। আগামী দিনে মন্ত্রীসভার বৈঠকে এটি চূড়ান্ত হবে।

ওইদিন বিশেষ সূত্রের বরাতে ‘দ্য লোকাল ইতালি’ জানিয়েছিলো আরো প্রায় ৪ মাস পর্যন্ত লকডাউন সময় বাড়বে। জাতীয় স্বাস্থ্য জরুরী অবস্থার বিদ্যমান অবস্থায় প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টে ইতোমধ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়নোর সময় অনুমোদন করেছেন।

ইতালি: মঙ্গলবার মৃত্যু ৮৩৭, মোট মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার

ইতালি: সোমবার মৃতের সংখ্যা ৮১২, মোট মৃত্যু ছাড়িয়েছে ১১ হাজার

ইতালি: রোববার মৃত বেড়ে ১০৭৭৯: লকডাউন বৃদ্ধি ৩১ জুলাই পর্যন্ত

ইতালি: মৃতের সংখ্যা পেরিয়েছে ১০ হাজার, শনিবার মৃত্যু ৮০৯ জন

ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানি ৯৬৯ জনের

ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল  ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন

/এসএস

মন্তব্য করুন