

পাবলিক ভয়েস : জীবিকা হিসেবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেওয়া শাহনাজ আক্তার পুতুলের ছিনতাই হওয়া স্কুটিটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সদস্যদের তৎপরতায় ছিনতাইয়ের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই স্কুটিটি উদ্ধার হয়।
আজ বুধবার (১৬ জানুয়ারি) ভোর ৫ টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে স্কুটিটি উদ্ধারসহ ছিনতাইকারী জনিকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় জনির অবস্থান সম্মর্কে জনতে পারি। সে বিকেলেই স্কুটিটি নিয়ে নারায়ণগঞ্জ চলে যায়।
জনি নিজেকে পাঠাও রাইডার দাবি করলেও পাঠাও কর্তৃপক্ষের কাছে জনির কোনো তথ্য ছিল না। তার মোবাইল ট্র্যাক করে ও অন্যান্য তল্লাশি নজরদারি বাড়িয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে স্কুটিটি উদ্ধার ও জনিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধার করা স্কুটি ও জনিকে ঢাকায় আনা হয়েছে। স্কুটি ও ছিনতাইকারী বর্তমানে শেরেবাংলা নগর থানায় রয়েছে।
সম্প্রতি জনি নামের এক পাঠাও চালকের সঙ্গে পরিচয় হয় শাহনাজের। জনি তাকে একটা স্থায়ী চাকরি দেবে বলে গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসেন। তারপর অভিনব কৌশলে তার স্কুটিটি ছিনতাই করে নিয়ে যায়।