

ইহুদীবাদী ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরাইলে নতুন করে করোনা আক্রান্ত রোগী হয়েছে ৪২৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৪৬০ জনে। যাদের মধ্যে ৫০ জনের অধিক গুরুতর অবস্থায় আছে।
তবে বিবৃতিতে দাবি করা হয়েছে, করোনা সাসপেক্ট থেকে ৮৯ জন সুস্থ হয়ে ফিরেছেন এবং সর্বমোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ১২ জনে।
সতর্কতার অংশ হিসেবে, ইসরাইলের সমস্ত স্কুল বন্ধ করা হয়েছে এবং সকল ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সুপারমার্কেট, ফার্মেসী, গ্যাস স্টেশন এবং ব্যাংক ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ইসরাইলের বাসিন্দা ছাড়া সকল বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে করোনার এই বিপদেও ফিলিস্তিনের গাজা উপত্যকার অবরোধে কোনরুপ শিথিলতা করেনি ইহুদীবাদী ইসরাইল। যা গাজায় করোনা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা। গাজা ভিত্তিক ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) আন্তর্জাতিক সম্প্রদায়কে “খুব দেরী হয়ে যাওয়ার আগে” স্বাস্থ্য ব্যবস্থায় হস্তক্ষেপ ও সংরক্ষণে সব ধরণের সহায়তা করার আহবান জানিয়েছেন।
আরও পড়ুন : করোনার এই বিপদেও গাজা উপত্যকার অবরোধ শিথিল করেনি ইহুদীবাদী ইসরাইল
প্রসঙ্গত : চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রামন এখন বিশ্বের প্রায় ১৮৫ টি দেশে ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস দেখা যাওয়ার হওয়ার এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬,০৭,৯০০ জন আক্রান্ত হয়েছেন। এবং ২৮,১০০ এর বেশি মানুষ এই ভাইরাস সংক্রামনে মৃত্যুবরণ করেছেন। এবং ১৩২,৬০০ এরও বেশি মানুষ সুস্থ হয়ে ফিরেছেন।
সূত্র : আনাদুলু
এইচআরআর/পাবলিক ভয়েস