নবীনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)।

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে ২০১৮- ১৯ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক সম্মান) ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাস আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই এ উপলক্ষে নবীন শিক্ষার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ নেয় এবং শুভেচ্ছা বিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ, বকুল চত্তরে প্রথম দিনেই শিক্ষার্থীরা বিভিন্ন আড্ডায় মেতে উঠে। কম্পিউটার অ্যান্ড সাইন্স টেকনোলজির নবীন শিক্ষার্থী আনিসুল ইসলাম বলেন, ‘ছোট কাল থেকেই স্বপ্ন ছিল’ ভ্যার্সিটিতে পড়বো। আজ সেই স্বপ্ন পূরণ হলো। সত্যি আজ আমি অনেক খুশি।

অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া লিখন রায় বলেন, আজ আমার জীবনের সেরা দিন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি ধন্য।

জানাগেছে, আগামী মাসের ২২ য়ে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসে কেন্দ্রীয় ভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মন্তব্য করুন