

সৌদি আরব গত ২৪ ঘন্টায় আরও ৭০টি নতুন করোনভাইরাস রোগীর সত্যতা নিশ্চিত করেছে এবং দেশে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪৪-এ উন্নীত দাড়িয়েছে। গতবাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রনালয়টি জানিয়েছে, আক্রান্তের মধ্যে ১১ জন মরক্কো, ভারত, জর্দান, ফিলিপাইন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং সুইজারল্যান্ড থেকে এসেছে এবং এয়ারপোর্ট থেকে সরাসরি তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়াও রিয়াদ শহরে একজন মহিলা মেডিকেল প্র্যাকটিশনারের মধ্যে সংক্রমণের একটি ঘটনা ঘটেছে।
স্বাহ্য মন্ত্রনালয় আরও জানিয়েছে যে, আক্রান্ত ৭০ জনের বাকিরা এমন ব্যক্তি যারা পূর্বে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন এবং কিছু কিছু বিবাহ, জানাজা এবং পারিবারিক অনুষ্ঠানের মতো সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
আক্রান্তদের মধ্যে রিয়াদে ৪৯, জেদ্দাতে ১১ জন, মক্কায় দুটি এবং মদীনা, দাম্মাম, ধাহরান, কাতিফ, আল বাহাহ, তাবুক, বিশা এবং হাফর আল বাতিনের প্রতিটি ক্ষেত্রে একজন করে আক্রান্ত হয়েছে।
এছাড়াও এখন পর্যন্ত সর্বমোট ৩৪৪ জন আক্রান্তদের মধ্যে আটজন সুস্থ হয়ে উঠেছে, বাকিরা কোয়ারেন্টিনে চিকিৎসা সেবা পাচ্ছে এবং দুজনের অবস্থা গুরুতর অবস্থায় রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
আল আরাবিয়্যাহ থেকে হাছিব আর রহমানের অনুবাদ।