

সংযুক্ত আরব আমিরাতে করোনভাইরাসে প্রথম দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছ। ৭৮ বছর বয়সী একজন আরব এবং ৫৮ বছর বয়সী একজন এশিয়ান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
আজ শনিবার ভোরবেলায় আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রনালয় এ তথ্য জানিয়েছে। খবর দিয়েছে আরবি গণমাধ্যম আল আরাবিয়্যাহ।
মন্ত্রনালয় থেকে জানিয়েছে যে, ৭৮ বছর বয়সী এই আরব ব্যক্তি ইউরোপ থেকে দেশে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে ধারনা করা হয়েছিলো। পরে তার করোনা টেষ্ট রিপোর্ট আসার পর জানা যায় তিনি মূলত করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছিল। অপরজন ৫৮ বছর বয়সী এশিয়ান বাসিন্দা যিনি হৃদরোগ এবং লিভারের সমস্যার মতো বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন।
মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছে। এবং তারা সর্বাবস্থায় দেশের হাসপাতালে প্রয়োজনীয় চিকিতসা সেবা পেয়েছে বলেও জোর দাবি জানানো হয়েছে।
সর্বশেষ খবর মতে বৃহস্পতিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নিশ্চিতভাবে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০জনে এবং মৃতের সংখ্যা ২ জন।
আল আরাবিয়্যাহ থেকে হাছিব আর রহমানের অনুবাদ।