

পাবলিক ভয়েস: আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে তার সহযোগীদের সঙ্গে আলাপ করেছিলেন। গত বছর এ আলাপ করেছেন বলে নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে।
ট্রাম্প এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এসে বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেছেন। ন্যাটো ত্যাগ করার বিষয়ে গত বছর তার সহযোগীদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন তিনি। পুঞ্জীভূত হতাশার কারণে ন্যাটো ত্যাগের বিষয়ে দফায় দফায় আলোচনা করেন ট্রাম্প।
১৯৪৯ সালে সৃষ্টির পর থেকেই ন্যাটোর বেশির ভাগ তহবিলের যোগান দিয়ে আসছে ওয়াশিংটন। মিত্ররা ন্যাটোর জন্য বাড়তি তহবিলের যোগান দিতে অস্বীকার করায় এ সংস্থা নিয়ে হতাশায় ভুগতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট।
নিউ ইয়র্ক টাইমসে খবরে আরো বলা হয়েছে, মার্কিন প্রশাসনের ন্যাটোপন্থি কর্মকর্তারা আশংকায় ছিলেন হুমকিকে বাস্তবে পরিণত করবেন এবং শেষ পর্যন্ত ন্যাটো ত্যাগ করবেন। আর আমেরিকা ন্যাটো ছেড়ে চলে গেলে তাতে এ সংস্থা শেষ পর্যন্ত মৃত্যুই ঘটবে বলেও টাইমসের খবরে বলা হয়।
পার্সটুডে/