রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঠাও চালক নিহত

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২০

রাজধানীর ফার্মগেটে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পাঠাও চালক নিহত হয়েছেন। নিহতের নাম কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫)।

বুধবার রাতে ফার্মগেটে বিজ্ঞান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান ফয়সাল গাজীপুর টঙ্গীর মরকুন এলাকার আবুল হোসেন ওরফে আবদুল আওয়ালের ছেলে। মোস্তফা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ফার্মগেটে বিজ্ঞান কলেজের সামনে একাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মোস্তফা। এসময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কায় দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএস

মন্তব্য করুন