

রাজধানীর মিরপুর ৬ এবং ৭ নম্বরে মধ্যবর্তী চলন্তিকা মোড়ে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিটের ১১৫ জন কর্মী কাজ করছেন।
সেখানে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৭টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, র্যাব এবং ওয়াসার কর্মীরা।
প্রাথমিকভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনা স্থলে এলে তারা ব্যর্থ হয়। তারপর আরও ৮ টি ইউনিট এলেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের আরও ৫ টি ইউনিট যোগ দিলে মোট ১৬ টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ চালায় ফায়ার সার্ভিস দল। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রনে না আনতে পাড়ায় বর্তমানে ২০ টি ইউনিট কাজ করছে সে বস্তিতে।
রুপনগর থানার ইনস্পেক্টর (তদন্ত) গোলাম রাব্বানি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত একজন আহয় হওয়ার খবর পাওয়া গেছে।”
“অগ্নিকাণ্ডের সঠিক কারণ ফায়ার সার্ভিস তদন্ত করে বলতে পারবে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি”, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তারা জানান, আগুনে বস্তির প্রায় ১ হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে। তবে ঈদুল আজহার ছুটির কারণে সেখানে কেউ ছিলেন না।
এমএম/পাবলিকভয়েস