

ঢাকার শনির আখড়ার বাগান বাড়ি এলাকায় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আধা পাকা একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর তা ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে বেলা পৌনে ১২ দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এরশাদ হোসাইন বলেন, “গ্যাসের লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাতে ১৫টি দোকান ঘর পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।”
এমএম/পাবলিকভয়েস