পুড়িয়ে-কুপিয়ে দুই মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন আত্মহুতি চেষ্টাকারী ‘মা’

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

অভাব আর স্বামীর সাথে সাংসারিক টানাপোড়েনের কত গল্পই না শুনেছি আর পড়েছি আমরা। কিন্তু তাই বলে নিজের দুই সন্তানকে পুড়িয়ে মারার প্লান ভেস্তে যাওয়ার ভয়ে শেষে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করার মতো রোমহর্ষক গল্প খুব কমই শুনেছি, হয়তোবা শুনিইনি কখনো।

রাজধানীর দক্ষিণ গোড়ানে এমন কিংকর্তব্যবিমূঢ় কাণ্ডই ঘটিয়েছেন গৃহিনী আখতারুন্নেসা পপি। নিজেই খুন করেছেন পেটে ধরা দুই শিশুকন্যাকে। হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গিয়ে হাসপাতালে শুয়ে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

শনিবার সকালে নিজের দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা আখতারুন্নেসা পপি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। ঢামেকের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে ওই মা নিজ শিশুদের হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

তিনি বলেন, গত রাত শুক্রবার দিবাগত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘুমন্ত দুই শিশু জান্নাতুল ও মেহজাবিনকে হত্যার পরিকল্পনা করি। পরে সকালে প্রথমে আগুনে পুড়িয়ে ও পরে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করি।

মা হয়ে কেনো এমন কাজ করলেন জানতে চাইলে পপি বলেন, সন্তানদের লেখাপড়া করাতে পারছিলাম না। সংসার চালানো যাচ্ছিল না। স্বামী সংসার খরচ দিতো মাত্র ১ হাজার ১০০ টাকা। ওই টাকায় কিছুই করা যাচ্ছিল না। এ নিয়ে হতাশা, বেঁচে থাকার নিরাশা থেকেই দুই সন্তানকে খুন ও নিজে আত্মহত্যার চেষ্টা করেন বলে উল্লেখ করেন তিনি।

রাজধানীর খিলগাঁওয়ের মোল্লা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকতো ছোট্ট দুই শিশু মেহজাবিন ও জান্নাতুল। তবে বাবা-মার আদর স্নেহের চেয়ে দু’জনের ঝগড়া আর মনোমালিন্যই বেশি দেখতে হতো ১১ বছর বয়সী মেহজাবিন ও তার ৭ বছর বয়সী বোন জান্নাতুলকে। মেহজাবিন ন্যাশনাল আইডিয়াল কলেজে চতুর্থ আর জান্নাতুল প্রথম শ্রেণিতে পড়তো।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সংবাদ সম্মেলনে জানান, শনিবার (০৭ মার্চ) সকালে বাবা-মার দাম্পত্য কলহের জেরেই প্রাণ হারাতে হয় এ দুই শিশুকে।

তিনি বলেন, স্বামীর সঙ্গে বিরোধের জেরে হতাশ হয়ে দুই শিশুকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা।

নিহত দুই শিশুর স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, বাবা বিপ্লব পরকীয়ায় জড়িয়ে পড়ায় এবং যৌতুকের টাকা চাওয়ায় সংসারে অশান্তি লেগেই থাকতো। সবশেষ শুক্রবার রাতেও বিপ্লব ১০ লাখ টাকা না দেয়া হলে আবারো বিয়ে ও সন্তানদের কেড়ে নেয়ার হুমকি দেন স্ত্রীকে।

এর জের ধরেই শনিবার সাকলে নিজের দুই সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরেও আগুন ধরিয়ে দেন মা আখতারুন্নেসা পপি। আর এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিশুদের বাবা।

এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএস

মন্তব্য করুন