

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে ও ভারতের দিল্লিতে নৃশংস মুসলিম নির্যাতনের প্রতিবাদে আজ সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহবানে বিক্ষোভ-মিছিলের ডাক দেওয়া হয়েছে।
ঢাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাবশালী নেতা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল নেসার উদ্দিন এক ঘোষণায় জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত আজকের এই বিক্ষোভ বায়তুল মোকাররম উত্তর গেইটে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারী ঐতিহাসিক চরমোনাই মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম কর্তৃক ঘোষিত নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে প্রতিবাদ করার দুই কর্মসূচীর দ্বিতীয়টি আজ।
এর আগে প্রথম কর্মসূচী হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেটে মুফতী সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে গত ৪ মার্চ বিশাল বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ মার্চ জুমার পর দ্বিতীয় কর্মসূচী হিসেবে সারাদেশে বিক্ষোভ-মিছিল করবে দলটি।
বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, বিক্ষোভ-মিছিলের জন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়েছেন।