নেয়া যাবে না জুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা: হাইকোর্টের নির্দেশনা স্থগিত

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২০

অর্থ ও ভাগ্যের বিনিময়ে জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে জুয়া খেলা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল থাকবে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

মূলত উত্তরা ক্লাব, ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিত আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

ঢাক ক্লাবের আইনজীবী হিসেবে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। জুয়ার মামলায় আইনজীবী হওয়ায় সর্বোচ্চ আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন, এ মামলায় সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন; যা দুঃখজনক।

এমএম/

মন্তব্য করুন