

ছেলেটি ক্লাস শেষ করে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে গেলেন শাহবাগের ব্যস্ত এলাকায়। কাধে ব্যাগ, গায়ে জড়ানো স্কুল ড্রেস আর হাতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন এই ছাত্র। মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোয় এমন অভিনব প্রতিবাদ তার।
ভারতে মুসলিম হত্যা, মসজিদ ভাঙচুর, সীমান্ত হত্যা এবং মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে স্কুল ফেরত এক শিক্ষার্থী প্রতিবাদ জানাতে একাই দাঁড়িয়েছেন।
রবিবার (১ মার্চ) দুপুরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান তিনি। ওই শিক্ষার্থীর হাতে ছোট্ট কাগজের ব্যানারে লেখা ছিল- তোমার ধর্ম তোমাকে মসজিদ ভাঙ্গতে শিখিয়েছে, আমার ধর্ম আমাকে মন্দির ভাঙ্গতে নিষেধ করেছে।
এদিকে মোদিকে দেশে আনা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছেন, মোদি আন্তর্জাতিক সন্ত্রাসী, তার হাতে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। তাকে কোন ভাবেই বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত আমাদের সবথেকে বন্ধু রাষ্ট্র। মুজিববর্ষে ভারতকে বাদ দিয়ে কোন ভাবেই মুজিববর্ষ উদযাপন সম্ভব না। আমরা ব্যক্তি মোদিকে না প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছি।
প্রসঙ্গত, ভারতে নতুন নাগরিকত্ব আইনে ভারতের প্রতিবেশী তিনটি দেশের সংখ্যালঘুদের হিন্দু, বৌদ্ধ সহ ৬টি ভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হলেও সেখানে মুসলমানদের নাগরিকত্ব না দেয়ার কথা বলা হয়। এরপরই মূলত নতুন আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে।
মাহিন মুহসিন/পাবলিকভয়েস