‘সালাম’ দিয়ে গতিরোধ করে সরকারি কর্মকর্তার ফোন ছিনতাই

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

রিকশায় চড়ে পুরান ঢাকার এলাকা দিয়ে যাচ্ছিলেন অনিমেষ কান্তি হালদার নামের এক সরকারি কর্মকর্তা। হঠাত্ই পেছন থেকে সালাম দিয়ে রিকশার গতিরোধ করে কয়েকজন। বিষয়টি বোঝার আগেই অনিমেষ কান্তিকে ঘিরে ধরে তারা। ধারালো চাকু ও ছুরি দিয়ে আঘাত এবং প্রাণনাশের হুমকি দিয়ে কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় গত ১৪ জানুয়ারি চকবাজার থানায় মামলা করেন অনিমেষ কান্তি হালদার। মামলাটি পরবর্তী সময়ে গোয়েন্দা দক্ষিণ বিভাগে তদন্তের জন্য হস্তান্তর হয়।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ বিভাগ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, গোয়েন্দা দক্ষিণ বিভাগ মামলাটি পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার বাদীর ছিনতাইকৃত মোবাইল স্যামসাং এ-৭০ মডেলের সেটটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়।

যার কাছ থেকে এটি উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, এটি অনলাইনে বিক্রয়ডটকম থেকে জাকির নামের একজনের কাছ থেকে ক্রয় করেছে। পরবর্তী সময়ে গত ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে জাকির ও ফারুক নামের দুই জনকে গ্রেফতার করা হয়।

এমএম/

মন্তব্য করুন