রামপুরায় গায়েবি কবর: স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেঙে দিলেন কাউন্সিলর

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
কথিত গায়েবি কবর। ছবি: যুগান্তরের সৌজন্যে

রাজধানীর রামপুরা এলাকায় নিজ বাড়িতে কবর বানিয়ে গায়েবি কবর বলে গুজব ছড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়ার ফন্দি এঁটেছিলেন আব্দুল মালিক। স্থানীয়দের সঙ্গে নিয়ে সেই কবর ভেঙে দিলেন নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকত।

রামপুরা এলাকার ৪৮/১৪ বৌ বাজার, পূর্ব হাজী পাড়ার বাসিন্দা আব্দুল মালিক নিজের ঘরে কবর বানিয়ে গায়েবি উঠেছে বলে গুজব ছড়ায়। কবরকে মাজার বানিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য।

এ নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ বাড়ির মালিক আব্দুল মালিক মিয়া ঘরের মধ্যে কবর তৈরি করে গায়েবি বলে জনগণের সঙ্গে প্রতারণা করছিলেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। কয়েক দিন ধরে এই গায়েবি কবর দেখতে মানুষ ভিড় জমান আব্দুল মালিকের বাড়িতে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা এলাকার ৪৮/১৪ বৌ বাজার, পূর্ব হাজী পাড়াস্থ আব্দুল মালিকের বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে কবর ভেঙে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকত।

কবরটি আসলে গায়েবি কিনা তা খতিয়ে দেখতে স্থানীয়া উদ্যোগ নেন। ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে কবর খোঁড়া হলে কনক্রিট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর যাতে এমন প্রতারণা না করেন সেজন্য তার কাছ থেকে অঙ্গীকার নামা নেয়া হয়।

এ ব্যাপারে ২৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকত বলেন, এই আব্দুল মালিক জনগণের সঙ্গে প্রচারণা করার জন্য গায়েবি কবর বলে মাজার তৈরি করতে চেয়েছিল, তাই স্থানীয়দের নিয়ে কবরটি ভেঙে দিয়েছি। এসময় এলাকার গণ্যমান্য সকলে ছিলো।

/এসএস

মন্তব্য করুন