দক্ষিণখানে স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বাবা রাকিব উদ্দিনের সাথে নিহত শিশু সন্তান ফারহান ও মেয়ে লাইবা

রাজধানীর দক্ষিণখানে এক নারী ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দক্ষিণখান থানার কেসি স্কুলের পিছনে একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের নাম মুন্নি (৩৮) ফারহান (৯) লাইবা (৪)। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত মুন্নির স্বামী রাকিব উদ্দিন লিটন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিনার নাবিদ কামাল শৈবাল জানান, মুন্নির গ্রামের বাড়ি ব্রাক্ষবাড়িয়ার বাদশালা গ্রামে। স্বামী রাকিব উদ্দিন লিটন বিটিআরসিতে চাকরি করেন। তিনি এখন নিখোঁজ রয়েছেন।

নাবিদ কামাল বলেন, আলামত দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। সন্তান দুটিকে বিছানায় আর মা মুন্নিকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন